ক্রমিক নং | সেবাসমুহ/সেবার নাম | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার /কর্মচারীর নাম | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় | সেবা প্রাপ্তির প্রয়োজনীয় ফি/ট্যাক্র্ /আনুষাংগীক খরচ |
০১ | নিরাপদ পানির উৎস স্থাপন | উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) | • ওয়াটসান কমিটি কর্তৃক সরকারি বরাদ্দ মোতাবেক তালিকা অনুমোদন। • সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী পানির উৎস স্থাপন। | অর্থ বৎসর | • অগভীর নলকূপ (৬নং পাম্পযুক্ত)- ১৫০০/- • গভীর নলকূপ (৬নং পাম্পযুক্ত)-৭০০০/- • তারা অগভীর নলকূপ-২৫০০/- • তারা গভীর নলকূপ-৭০০০/- • রিংওয়েল-১৫০০/- • পন্ড স্যান্ড ফিল্টার-৪৫০০/- • এসএসটি/ভিএসএসটি-২৫০০/- • পরিশোধ পদ্ধতি-ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার/চালানের মাধ্যমে |
০২ | স্যানিটেশন সেবা | উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) |
সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী স্যানিটারী ল্যাট্রিন স্থাপন
| অর্থ বৎসর | সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে |
০৪ | নলকুপ মেকানিক | সরকারী নলকুপ মেরামত সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর সংশিষ্ট নলকুপ মেকানিককে মেরামতের জন্য প্রেরন এবং মেরামত করন। | ০৭ কর্মদিবসের মধ্যে | প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করে দেওয়া/ যন্ত্রাংশের মূল্য পরিশোধ করতে হবে। | দপ্তরীয় আদেশ |
০৫ | নলকুপের খুচরা যন্ত্রাংশ/ রিং-সাব বিক্রয় | সিসিটি | উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়ে সরকার নির্ধারিত মূল্য পরিশোধ পুর্বক যে কেউ নলকুপের খুচরা যন্ত্রাংশ/ রিং-সাব ক্রয় করতে পারবেন। | তাৎক্ষনিক | রিং-100/- প্রতিটি সাব-200/- প্রতিটি নলকুপের যন্ত্রাংশের মূল্য তালিকা প্রতিটি দপ্তরে সংরক্ষিত আছে। |
০৬ | সহকারী প্রকৌশলী,উপ-সহকারী প্রকৌশলী,নলকুপ মেকানিক | দপ্তরে/মাঠ পর্যায়ে গিয়ে জনগনকে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবহার ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন সংক্রান্ত স্বাস্থ্য বিধি পালন সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধকরণ। |
| - | দপ্তরীয় আদেশ |
০৭ | সহকারী প্রকৌশলী | স্থানীয় সরকার,বেসরকারী উদ্যোক্তা,বেসরকারী সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষনে প্রশিক্ষক প্রদান | ০৭ কর্মদিবসের মধ্যে |
| দপ্তরীয় আদেশ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস